দিল্লির ভয়াবহ বায়ুদূষণ কমাতে তিন কোটি ২১ লাখ রুপি ব্যয়ে কৃত্রিম বৃষ্টি ঘটানোর উদ্যোগ নিয়েছিল বিজেপি সরকার, কিন্তু বহু ঢাকঢোল পিটিয়েও শেষ পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি। কানপুর আইআইটির নেতৃত্বে গতকাল মঙ্গলবার সেসনা উড়োজাহাজ থেকে মেঘের মধ্যে ড্রাই আইস, সিলভার আয়োডাইড ও লবণের রাসায়নিক ছড়িয়ে বৃষ্টি ঝরানোর চেষ্টা করা হলেও রাজধানীর আকাশ রইল শুকনোই। আইআইটির ব্যাখ্যায় বলা হয়, বাতাসে আর্দ্রতা মাত্র ১৫–২০ শতাংশ থাকায় বৃষ্টি হয়নি, যদিও কিছু এলাকায় পিএম ২.৫ দূষক কণার পরিমাণ ৬–১০ শতাংশ কমেছে। বিজ্ঞানীরা জানান, এই ‘ক্লাউড সিডিং’ প্রক্রিয়া সাময়িক সমাধান হতে পারে, স্থায়ী নয়। পরিবেশবিদরা সমালোচনা করে বলেছেন, সরকার যদি দূষণের মূল কারণ—বাজি পোড়ানো, ফসলের গোড়া জ্বালানো, নির্মাণকাজের ধুলা ও শিল্পবর্জ্য নিয়ন্ত্রণে না আনে, তবে এমন ব্যয়বহুল উদ্যোগের কোনো ফল মিলবে না। দিল্লির আকাশে বৃষ্টি না নামলেও নয়ডার আকাশে মাত্র ০.১ মিলিলিটার বৃষ্টি হয়েছে, যা “শান্তিজল ছিটানোর মতোই”। বিশেষজ্ঞদের মতে, চীন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মতো দেশে এই পদ্ধতি কিছুটা সফল হলেও ভারতের জলবায়ু ও দূষণ পরিস্থিতিতে এটি কার্যকর নয়।

















