সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রাজধানীর উত্তরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সামাজিক সংগঠন ‘ফেনী সোসাইটি উত্তরা’র উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মমিনূল হক ভূঁইয়া। সহ-সাধারণ সম্পাদক এমরানুল হকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং দেশ পরিচালনায় তার অবদানের কথা তুলে ধরেন। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর লিটন, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল আজিম টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোশাররফ হায়দারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে উত্তরা ৭ নম্বর সেক্টর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আহমদ ইউনুস দোয়া পরিচালনা করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ৩০ ডিসেম্বর ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও ফেনীর কৃতী সন্তান বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।



















